সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে উন্নয়ন প্রকল্পের লোকবল দ্বারাই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উন্নয়ন কর্মসূচির সফলতাই প্রতিটি সরকারের ভাল-মন্দের প্রতিচ্ছবি। গত ০৯.০৪.১৯৭২ থেকে ০২.০৫.১৯৯৫ পর্যন্ত উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের বিদ্যমান ছিল অর্থাৎ ০৩.০৫.১৯৯৫ থেকে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা ও বিধি-বিধানের শূন্যতা বিরাজ করেছিল। প্রকল্পের মাধ্যমে সৃষ্ট কাজের ধারাবাহিকতা রাজস্ব খাতে অব্যাহত না রাখলে প্রকল্প গ্রহণের মূল উদ্দ্যেশ্যই ব্যাহত হয়। এ অবস্থায়, উন্নয়ন প্রকল্পে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারিদের রাজস্ব খাতে স্থানান্তরের ক্ষেত্রে সমস্যাগুলো উদঘাটন, পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে গত ২৩.০৯.২০০৪ তারিখে মহাখালীস্থ উপজেলা টেলিকম আঞ্চলিক সিবিএ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ‘প্রজেক্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ গঠন করা হয়।
পরবর্তীতে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিতকৃত কর্মচারিদের বিকাশের পথে বিভিন্ন অন্তরায়সমূহ চিহ্নিত করে সরকারের নিকট তুলে ধরার জন্য গত ৩১.০১.২০১৫ তারিখে কার্যনির্বাহী পরিষদের সভায় ‘প্রজেক্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন’ এর পরিবর্তে ‘গভর্ণমেন্ট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন বাংলাদেশ’ নামকরণ করা হয়।
উক্ত সংগঠনটি সরকারের স্বার্থকে সমুন্নত রেখে নিজেদের কল্যাণে অবদান রেখে চলেছে। বর্তমানে কেন্দ্রীয় পরিষদের সদস্য সংখ্যা ২৫১ জন। আজীবন সদস্যের সংখ্যা ১২৭ জন। সারাদেশে বিভিন্ন দপ্তর, সংস্থায়, উপজেলা-জেলা ও বিভাগীয় শহর এবং রাজধানী ঢাকাতে বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও বেনিফিশিয়ারী সদস্য রয়েছেন।